পরিবারের যে কয়জন সদস্য ইন্সুরেন্সের আওতাধীন: ৩ জন
১ শিশু, অভিভাবক (মা ও বাবা উভয়েই)
মাসিক ইন্সুরেন্স কভারেজ সর্বমোট ২০,০০০ টাকা পর্যন্ত

সুপারমমের বড় প্যাক কিনলেই পাচ্ছেন প্রতি প্যাকে ২০,০০০ টাকার মাসিক ইন্সুরেন্স কভারেজ। সুপারমমের প্রতিটি বড় প্যাকের ভিতরে থাকা ইউনিক কোডটি এসএমএস করে রেজিস্ট্রেশন করার মাধ্যমে সহজেই ইন্সুরেন্সটি চালু করতে পারবেন। প্রয়োজনে ০৮ ০০০ ৮৮৮ ০০০ (টোল ফ্রি) নাম্বারে ফোন করুন ।

সুপারমম বেবি ডায়াপার এর মাসিক ইন্সুরেন্স কভারেজ নিচের প্যাকগুলোতে প্রযোজ্য।

সাইজ প্যাড সংখ্যা
নবজাতক – ৮ কেজি ২৮ প্যাড
৬ – ১১ কেজি ২৬ প্যাড
৯ – ১৪ কেজি ২২ প্যাড
১২ – ১৭ কেজি ২০ প্যাড

বীমা কভারেজঃ

  • শিশুর হাসপাতাল ভর্তিজনিত বেনিফিট সর্বোচ্চ ৪,৫০০ টাকা পর্যন্ত
  • শিশুর ডাক্তার / ডায়াগনিস্টিক খরচ বেনিফিট সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত
  • অভিভাবকের হাসপাতাল ভর্তিজনিত বেনিফিট সর্বোচ্চ ৪,৫০০ টাকা পর্যন্ত
  • অভিভাবকের জীবনবীমা ১০,০০০ টাকা
  • বীমার মেয়াদ পলিসি চালুর দিন থেকে ৩০ দিন

যোগ্যতাঃ

  • যেকোন বাংলাদেশের নাগরিক
  • শিশুর বয়সসীমা: ১দিন হতে ৫ বৎসর বয়স পর্যন্ত
  • অভিভাবকের বয়সসীমা: ১৮ বছর থেকে ৬০ বছর পর্যন্ত
  • একজন ব্যক্তি সর্বোচ্চ ১০টি ইন্সুরেন্স পলিসি একবারে চালু রাখতে পারবেন । এবং, প্রত্যেকটি পলিসির মেয়াদ,পলিসি চালু করার দিন থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত বহাল থাকবে।

বীমা কভারেজের বিস্তারিতঃ

ক) হাসপাতালে ভর্তিসংক্রান্ত বিস্তারিত:

  • যেকোনো অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলে প্রযোজ্য
  • কমপক্ষে ২৪ ঘন্টা হাসপাতালে থাকতে হবে
  • হাসপাতালে থাকলে প্রতি রাতের জন্য সর্বোচ্চ ১,৫০০ টাকা ক্লেইম দেয়া হবে, যা একনাগাড়ে সর্বোচ্চ ৩ রাতের জন্য প্রযোজ্য

খ) শিশুর ডাক্তার / ডায়াগনিস্টিক খরচসংক্রান্ত (বহির্বিভাগ) বিস্তারিত

  • বহির্বিভাগ সংক্রান্ত যেকোনো চিকিৎসা খরচ শিশুর ডাক্তারের প্রেসক্রিপশন এবং ডায়াগনিস্টিক টেস্ট সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য
  • ডাক্তারের প্রতি প্রেসক্রিপশনের জন্য সর্বোচ্চ ৫০০ টাকা ক্লেইম দেয়া হবে
  • ডায়াগনিস্টিক টেস্টের ক্লেইমের ক্ষেত্রে বিলের ২০% টাকা কাস্টমারকে বহন করতে হবে

গ) জীবনবীমাসংক্রান্ত বিস্তারিত:

  • যে কোনো কারণে কোনো ইন্সুরেন্সকৃত সদস্যের স্বাভাবিক মৃত্যুতে (এইডস/এইচআইভি জনিত রোগ অথবা সুইসাইড ব্যতীত) ইন্সুরেন্স কোম্পানি নির্ধারিত পরিমাণের অর্থ নির্ধারিত সময়সূচী অনুসারে কাস্টমারকে প্রদান করবে যা সংশ্লিষ্ট সদস্যের নমিনিকে প্রদান করা হবে। এই ক্ষেত্রে শিশুটির বাবা ও মা, এনারা দুইজন হবেন পরস্পরের নমিনি। এনাদের অবর্তমানে, শিশুর আইনগত অভিভাবক উক্ত পরিমান অর্থ গ্রহণ করবেন।

ইন্সুরেন্স পলিসি চালুর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

  • শিশুর জন্মনিবন্ধন এর ছবি / বাংলাদেশ সরকারের নিবন্ধিত যেকোনো হাসপাতালের স্বীকৃতিপত্র যা জন্মনিবন্ধনপত্র হিসেবে গণ্য করা হবে
  • অভিভাবকের NID / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / জন্ম সনদের ছবি

ক্লেইম করার নিয়মাবলীঃ

ক) হাসপাতালে ভর্তি সংক্রান্ত ক্লেইমের জন্য-

  • হাসপাতালে ভর্তির জন্য ডাক্তারের প্রেসক্রিপশনের ছবি
  • ডিসচার্জ সার্টিফিকেটের ছবি
  • হাসপাতালের বিলগুলির ছবি
  • চিকিৎসা সম্পর্কিত অন্যান্য ডকুমেন্ট (যদি থাকে)
  • ঘটনা ঘটার ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে

খ) বহির্বিভাগ চিকিৎসা সংক্রান্ত ক্লেইমের জন্য-

  • ডাক্তারের প্রেসক্রিপশনের ছবি
  • ডাক্তার দেখানোর মানি রিসিটের ছবি (যদি থাকে)
  • চিকিৎসা সম্পর্কিত অন্যান্য ডকুমেন্ট (যদি থাকে)
  • ডায়াগনোসিস / মেডিকেল পরীক্ষার জন্য ডাক্তারের প্রেসক্রিপশনের ছবি
  • ডায়াগনোসিস / মেডিকেল রিপোর্টের ছবি
  • রোগ নির্ণয় / মেডিকেল পরীক্ষার মানি রিসিটের ছবি

গ) জীবনবীমা ক্লেইমের জন্য-

  • মৃত্যুসনদের ছবি
  • এফআইআর এর ছবি ( দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য প্রযোজ্য)
  • ময়নাতদন্তের রিপোর্টের ছবি ( দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য প্রযোজ্য)
  • ঘটনা ঘটার ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে

ব্যতিক্রম:

নিম্নলিখিত কারনে বা এর ফলে প্রদত্ত ব্যয় বা ক্ষতির জন্য এই বীমার অধীনে কোন সুবিধা প্রদান করা হবে না:

ক) ক্লেইম অপেক্ষার সময়ঃ

  • ইন্সুরেন্স শুরু হওয়ার তারিখ থেকে অন্তত ২৪ ঘন্টা পরে ঘটা যেকোন ক্ষতির (দুর্ঘটনা ব্যতীত) জন্য ক্লেইম করা যাবে। ইন্সুরেন্স শুরু হওয়ার পর থেকে ঘটা দুর্ঘটনাজনিত যেকোন ক্ষতির জন্য সাথে সাথে ক্লেইম করা যাবে।

খ) মৃত্যুজনিত ক্লেইমের জন্য ব্যতিক্রম-

  • মাতৃত্ব/সন্তান জন্মদান সংক্রান্ত যেকোন সমস্যার কারণে মৃত্যু
  • সকল পূর্ববর্তী বিদ্যমান রোগজনিত মৃত্যু
  • নিজে ইচ্ছাকৃত আঘাত করা বা কোনও বেআইনী কাজের সাথে জড়িত অবৈধ কার্যকলাপ কারণে মৃত্যু
  • অবৈধ কার্যকলাপে অংশগ্রহণের ফলে মৃত্যু হলে তা ইন্সুরেন্স পলিসির অন্তর্ভুক্ত না
  • সজ্ঞানে বা মানসিক ভারসাম্য না থাকা অবস্থায় আত্নহত্যা
  • এইডস অথবা কোনও এইডস সম্পর্কিত অসুস্থতা বা এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু

গ) বহির্বিভাগ চিকিৎসা এর ব্যতিক্রম

  • সকল ঔষধ ক্রয় সংক্রান্ত খরচ

ঘ) হাসপাতালে ভর্তিসংক্রান্ত চিকিৎসা এর ব্যতিক্রম

  • মাতৃত্ব/সন্তান জন্মদান সংক্রান্ত যেকোন চিকিৎসার খরচ
  • কোন জন্মগত দুর্বলতা
  • কোন ক্ষুদ্র সার্জারি, ডে কেয়ার চিকিৎসা
  • কোনো পরিপূরক, প্রতিষেধক এবং টিকাদান প্রক্রিয়া
  • মানসিক, আবেগজনিত রোগ, অ্যালকোহল বা অন্য কোন মাদকদ্রব্যের আসক্তি
  • স্থূলতা ,স্থূলতা সংক্রান্ত রোগের চিকিৎসা, দুর্ঘটনা বা পুড়ে যাওয়া ব্যতীত কোনো প্লাস্টিক সার্জারি বা চিকিৎসা
  • কোন পদ্ধতি যা পরীক্ষামূলক বা সাধারণত মেডিকালি ডাক্তারদের দ্বারা গৃহীত হয় না যেমন আকুপাংচার, SAAOL, CERAGEM, হার্বাল / আয়ুর্বেদিক / ইউনানি / প্রাকৃতিক / হোমিওপ্যাথি এবং অন্যান্য বিকল্প চিকিৎসা
  • BMDC (বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল) এর অধীনে নিবন্ধিত না এমন কোন ব্যক্তির পরামর্শ
  • শারীরিক নিবৃত্তি, কোন আরোগ্যলাভের জন্য উষ্ণ স্নান, ফিজিওথেরাপি বা স্লিমিং বা সৌন্দর্যের উদ্দেশ্যে চিকিৎসা
  • কোনও বেআইনী ক্রিয়াকলাপে অংশগ্রহণ করার সময় কোনো প্রকারের শারীরিক হামলার কারণে অসুস্থতা এবং আঘাত, দুর্ঘটনার কারণে উদ্ভূত আঘাত (যেমন লাইসেন্স ছাড়াই গাড়ি চালানো), আত্মহত্যা, আইন লঙ্ঘন বা আইনের লঙ্ঘন করার চেষ্টা করার সময় প্রাপ্ত আঘাত, ইচ্ছাকৃতভাবে নিজেকে আঘাত বা মাদকের প্রভাবে যে কোন আঘাত
  • কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন এবং কৃত্রিম অঙ্গগুলির প্রয়োজনীয় চিকিৎসা (দুর্ঘটনাজনিত কারণ ব্যতীত)
  • চোখ এবং কানের নিয়মিত পরীক্ষা, চশমা গ্রহণ বা প্রতিস্থাপন (ইনট্র্রা-ওকুলার লেন্স বা কনট্যাক্ট লেন্স সহ) অথবা শ্রবণশক্তি, স্বাস্থ্য পরীক্ষা, রুটিন শারীরিক পরীক্ষার (স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা), ম্যালিগন্যান্ট ক্যান্সার, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ডায়ালিসিস, এবং দুর্ঘটনার ফলে পুণর্গঠনমূলক অস্ত্রোপচারের জন্য প্রয়োজন ব্যতীত হাসপাতালে ভর্তি
  • ত্বকের কোনো সমস্যা, হেপাটাইটিস বি ও সি এবং অন্য কোন টিকা, কোন রোগের দাতা সংক্রান্ত যেকোন খরচ, এইডস এবং এইচআইভি রোগ, লুপাস এবং অন্যান্য সংযোজক টিস্যু এবং স্বয়ংক্রিয় নিরাময়যোগ্য রোগের সাথে সম্পর্কযুক্ত সমস্ত খরচ, নকল অঙ্গ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির খরচ
  • নিদ্রাজনিত সমস্যা যেমন - অনিদ্রা, নাক ডাকা বা অন্য কোন শ্বাসকষ্টজনিত ঘুমের সমস্যার জন্য চিকিৎসা
  • রমব টেস্ট, ভিটামিন পরীক্ষা

উক্ত বীমার অন্তর্ভুক্ত অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।