ডাক্তারদের মাঝে সেপনিল ফেস মাস্ক বিতরণ

দেশের শীর্ষ স্থানীয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড উপহার হিসেবে ডাক্তারদেরকে সেপনিল ফেস মাস্ক বিতরণ করেছে।করোনাকালীন এই সময়ে ডাক্তাররা ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করে চলেছেন, এই দায়িত্বরত অবস্থায় তাদের সুরক্ষার নিশ্চয়তায় সেপনিল ফেস মাস্ক দেয়া হয়েছে।সেপনিল ফেস মাস্ক তিন লেয়ারের মেডিক্যাল গ্রেডের।সর্দি, ফ্লু ও কোভিড-১৯ সহ অন্যান্য জীবাণু থেকে ৯৯% পর্যন্ত সুরক্ষা নিশ্চিত করে সেপনিল ফেস মাস্ক।এই মাস্কটি দীর্ঘ সময় পরে থাকা যায়।মাস্ক পরলে নিঃশ্বাসের সমস্যা হয় বলে যাদের অভিযোগ রয়েছে, তাদের জন্য এই মাস্ক একটি কার্যকরী সমাধান।সেপনিল ফেস মাস্ক আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা এসজিএস কর্তৃক পরীক্ষিত ও ডিরেক্টর জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ডিজিডিএ) কর্তৃক অনুমোদিত এবং আইএসও সনদপ্রাপ্ত।

স্কয়ার হসপিটালস লিমিটেডের মাইক্রোবায়োলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাঃজাহিদুল হাসান বলেন, মাস্কের ক্ষেত্রে লেয়ারিং অত্যাবশ্যকীয় ফ্যাক্টর এবং সেপনিল মাস্কে এই তিন লেয়ারের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।স্কয়ারের পণ্য হিসেবে মানের দিক থেকে বাজারের অন্য যে কোনো মাস্কের তুলনায় নিশ্চিন্তে আস্থা রাখা যায়।ভালো মানের একটি মাস্ক সকল ধরণের জীবাণু থেকে সর্বোচ্চ সুরক্ষা দিতে সক্ষম।

করোনার সংক্রমণে স্বাভাবিক জীবন যখন বিপর্যস্ত, তখন স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানস্ক য়ারটয়লেট্রিজ লিমিটেড নতুন সেপনিল ফেস মাস্ক বাজারে এনেছে।সাধারণ ভোক্তাগণ দারাজ অনলাইন থেকে অর্ডার করে সেপনিল ফেস মাস্ক কিনতে পারবেন।তাছাড়া স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর কেয়ার লাইন০৮-০০০-৮৮৮-০০০নম্বরে ফোন করে ও কর্পোরেট অর্ডার করতে পারবেন। উল্লেখ্য, কোভিড-১৯ সহ অন্যান্য জীবাণু থেকে সুরক্ষিত রাখতে সেপনিল ব্র্যান্ডের অধীনে হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার ও ডিসইনফেক্ট্যান্ট স্প্রে রয়েছে।