গত ৮ ফেব্রুয়ারি, কক্সবাজারের সমুদ্র তীরে অবস্থিত হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হলো স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫।
চলতি বছরে স্কয়ার গ্রুপ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব স্যামসন এইচ চৌধুরীর শততম জন্মবার্ষিকী উদযাপন করছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে সূচনা হয়েছিলো দিনব্যাপী এই সম্মেলনের।
প্রায় ১,৬০০ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠান উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক জনাব এরিক এস চৌধুরী, চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) জনাব মালিক মোহাম্মদ সাঈদ, এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মো. গোলাম কিবরিয়া এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে জনাব অঞ্জন চৌধুরী তার বক্তব্যে দেশের অর্থনীতিতে দেশীয় মানসম্পন্ন পণ্যের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে দেশের স্বার্থে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
‘সুস্থ জীবনে সুন্দর থাকুন’- এই প্রতিজ্ঞা বাস্তবায়নে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড রিসার্চ এবং ইনোভেশনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মানুষের প্রয়োজন ও চাহিদা বিবেচনায় প্রাকৃতিক উপাদান ও বিজ্ঞানের গবেষণার সমন্বয়ে তৈরি ৫টি নতুন পণ্য এবারের সম্মেলনে উন্মোচন করা হয়।
ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া নিয়ে এসেছে ১০০% অর্গানিক মেরুলা অয়েল সমৃদ্ধ ময়েশ্চারাইজিং অ্যান্ড গ্লোয়িং ক্রিম, ১০০% অর্গানিক রোজহিপ অয়েল সমৃদ্ধ অয়েল এন্ড অ্যাকনি কন্ট্রোল জেল ক্রিম, এবং অ্যান্টি পিম্পল নিম ফেসওয়াশ। এছাড়া স্কয়ারের হাইজিন ব্র্যান্ড সেপনিল নিয়ে এসেছে সি মিনারেলস সমৃদ্ধ স্যানিটাইজিং সোপ বার এবং তরুণীদের প্রিয় ব্র্যান্ড রিভাইভ নিয়ে এসেছে SPF 50+ ময়েশ্চারাইজিং সানস্ক্রিন, যা রোদ থেকে ত্বকের সুরক্ষায় যোগ করবে নতুন মাত্রা।
সম্মেলনের এক বিশেষ মুহূর্তে সেনোরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী আকস্মিকভাবে উপস্থিত হয়ে সকলকে চমকে দেন। তিনি স্কয়ার টয়লেট্রিজের বিক্রয় প্রতিনিধিদের উদ্দেশ্যে একটি নাচ পরিবেশন করেন এবং বক্তব্য দেন, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও আনন্দময় করে তোলে।
স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক, জনাব অঞ্জন চৌধুরী গত বছরের সেরা বিক্রয়কর্মীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের জন্য পুরষ্কার প্রদান করেন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এক উৎসবমুখর নৈশভোজ ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।