প্রতি বছরের মতো এবারো স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হলো আশুলিয়া এজিস গ্রাউন্ডে। দিনব্যাপী খেলাধুলাসহ আনন্দমুখর পরিবেশে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের রূপসী ফ্যাক্টরি এবং হেড অফিসের কর্মকর্তা ও পরিবার নিয়ে ব্যতিক্রমী এই আয়োজন পরিণত হয় মিলনমেলায়। এতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী ঘোষণা করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। তার সাথে ছিলেন রূপসী প্ল্যান্টের প্রবীণতম কর্মকর্তা মনজুর রহমান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কোম্পানির হেড অব অপারেশনস মালিক মোহাম্মদ সাইদ, ডিরেক্টর ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউটন্স গোলাম কিবরিয়া, রূপসী প্ল্যান্টের হেড ফায়েজ আহমেদসহ হেড অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতেই স্কয়ার মা মৃত অনিতা চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বেলুন উড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ফ্যামিলি স্পোর্টস ডে’র নানা আয়োজন, যাতে অংশ নেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে চিরচায়িত বাংলার নানাবিধ খেলাধুলা, হাতি-ঘোড়া, নাগরদোলাসহ বিভিন্ন আয়োজনে মেতে উঠে প্রতিটি সহকর্মী এবং তাদের পরিবার।