বিশ্বব্যাপী জেনোসাইড প্রতিরোধে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (সিজিএস) এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠান স্কয়ার গ্রæপ যৌথভাবে আয়োজন করেছে তিন বছর মেয়াদী ফেলোশিপ প্রোগ্রামÑ সিজিএস-স্কয়ার ফেলোশিপ ২০১৫Ñ২০১৭। এই বছরও ফলেোশপি দওেয়া হচ্ছে নতুন ফলেোদরে। ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সজিএিসএর কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে এ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে নতুন ফেলো এবং গবেষকরা গণহত্যার কারণ, বিবর্তন ইতিহাস এবং সম্ভাব্য প্রতিরোধ প্রক্রিয়া বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার সারাহ হোসেন, প্রফেসর আমেনা মোহসিন (আই আর বিভাগ) এবং অন্যান্য বশিষ্টি শক্ষিাবদি। দ্য সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর পরিচালক প্রফেসর ইমতিয়াজ আহমেদও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিভিন্ন দেশে ঘটে যাওয়া নানা ধরনের গণহত্যা ও মানবাধিকার লক্সঘনমূলক অপরাধের গবেষণা ও বিশ্লেষণের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে তিন মাসের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে সিজিএস যাত্রা শুরু করে