মাছরাঙা টেলিভিশনের পর্দায় তারকার আসর ৩রা মে সন্ধ্যা ৭.৪০ মনিটিে

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত বিনোদন ও সাংস্কৃতিক জগতের অন্যতম জনপ্রিয় ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’-র পুরস্কার প্রদান অনুষ্ঠানের ২১-তম আসর প্রচারতি হবে আজ সন্ধ্যা ৭.৪০ মনিটিে মাছরাঙা টেলিভিশনের পর্দায়। নুসরাত ফারিয়া-ফেরদৌস ও চঞ্চল চৌধুরীর সাবলিল ও প্রাণবন্ত উপস্থাপনাশৈলীতে পুরো অনুষ্ঠানজুড়ে আমন্ত্রিত অতিথি ও দর্শক ছিলো মুখরিত। অনুষ্ঠানে দেশের সংস্কৃতি অঙ্গনে অনবদ্য অবদান রাখায় নাট্যজন আলী যাকেরকে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’ আজীবন সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়। পাঠক জরিপে চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন সিয়াম আহমেদ এবং পূজা চেরী রায় (পোড়ামন ২)। বিচারকদের রায়ে ‘দেবী’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী এবং সেরা অভিনেত্রী জয়া আহসান পুরস্কার লাভ করেন। সেরা টিভি অভিনেতা আরফান নিশো ও সেরা টিভি অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরী পুরস্কার জিতেন। সমালোচকদের বিচারে টেলিভিশন শাখায় পুরস্কার জিতেছেন সেরা নির্দেশক মাহমুদুল হাসান আদনান ও নাজমুল নবীন (মডার্ন টাইমস), সেরা নাট্যকার রেদওয়ান রনি (পাতা ঝরার দিন) এবং চলচ্চিত্র বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘কমলা রকেট’, সেরা পরিচালক গিয়াসউদ্দিন সেলিম (স্বপ্নজাল )। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বললেন, ‘২১ বছর ধরে অনুষ্ঠানটা আয়োজন করা হচ্ছে। ২১ বছর আগে যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁরা আজ পুরস্কার দিচ্ছেন। এই যে প্রজন্ম থেকে প্রজন্মে আমরা অনুপ্রেরণা পৌঁছে দিচ্ছি, এটাই আমাদের প্রাপ্তি’। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। পুরো অনুষ্ঠানটি দখেুন ৩রা মে সন্ধ্যা ৭.৪০ মিনিটে মাছরাঙা টিভিতে ।