ফেমিনা নিবেদিত একটি ভিন্নধর্মী টেলিফিল্ম “মেইড ইন বাংলাদেশ

তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম নিয়ামক। তৈরি পোশাক শিল্পের চালিকাশক্তি হিসেবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে প্রায় ৪৫ লক্ষ মানুষ যার শতকরা ৮০ ভাগই নারী। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জীবন মান বৃদ্ধির নানাবিধ প্রয়াস সত্ত্বেও এই বিপুল সংখ্যক নারী শ্রমশক্তির “প্রজনন স্বাস্থ্য” সংক্রান্ত বিষয়টি এখনও দৃষ্টির অগোচরেই রয়ে গেছে। এই অবস্থার জন্য মূল প্রতিবন্ধক হিসেবে কাজ করছে অসচেতনতা ও অজ্ঞানতা। “প্রজনন স্বাস্থ্য” নিয়ে অসচেতনতার কারণে নারী শ্রমিকরা সারভিসাইটিস এর ঝুঁকিতে থাকছেন যার পরিণতিতে বন্ধ্যাত্ব, এনলারজড ইউটেরাস এমনকি সারভিকাল ক্যান্সারেও ভুগতে পারেন। একটি সমীক্ষায় দেখা গেছে প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে একজন নারী শ্রমিক গড়ে ৬ দিন কর্মস্থল যেতে পারেন না। যার ফলে তৈরি পোশাক শিল্পের মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন যেহেতু মাসিককালীন অনুপস্থিতিতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং ইসএনভি-একটি নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা যৌথভাবে “গো বাংলাদেশ” নামে একটি প্রকল্প হাতে নেয়। প্রকল্পের আওতায় নারী তৈরি পোশাক শিল্প শ্রমিকদের স্বাস্থ্যসম্মত উপায়ে মাসিককালীন ব্যবস্থাপনা ও অন্যান্য প্রজনন স্বাস্থ্য সঙ্ক্রান্ত তথ্য ও অধিকার সম্পর্কে সচেতন করা হয়। বিশেষজ্ঞ ডাক্তার, ফ্রি হেলথ লাইন নাম্বার ০৯৬১২২২২৩৩৩ এর মাধ্যমে বিনামূল্যে ডাক্তারি ও সাইকোলজিক্যাল পরামর্শ প্রদানসহ আরও নানাবিধ সেবা উক্ত প্রকল্পের মাধ্যমে দেয়া হচ্ছে। শুধু তাই নয়, পোশাক শিল্পে কর্মরত শ্রমিক মা-বোনদের প্রজনন স্বাস্থ্যের সর্বাধিক সুরক্ষা নিশ্চিত করতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়ে এসেছে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্যানিটারি নেপকিন “ফেমিনা”। প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়াস হিসেবে একটি ভিন্নধর্মী টেলিফিল্ম “মেড ইন বাংলদেশ” নির্মাণ করা হয়েছে যা আপনারা দেখতে পাবেন ১লা মে (বিশ্ব শ্রমিক দিবস) রবিবারে ৪টি চ্যানেলে। মাছরাঙা টিভিতে রাত ১১:00 মিনিটে, এটিএন বাংলায় বিকেল ৩:১০ মিনিটে, বাংলাভিশনে দুপুর ১২:০৫ মিনিটে এবং বৈশাখী টিভিতে বিকেল ৪:০৫ মিনিটে।